খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মহাভারতে কথিত আছে একটি যুদ্ধে কৃষ্ণের কব্জিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন ।এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান ।দ্রৌপদী তার আত্মীয় না হলেও তিনি তাকে নিজের বোন বলে ঘোষনা করেন এবং দ্রৌপদী কে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন ।বহু বছর পরে পাশা খেলায় কৌরব রা দ্রৌপদী কে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলেও কৃষ্ণ দ্রৌপদীর সন্মান রক্ষা করে সেই প্রতিদান দেন ,এই ভাবেই রাখি বন্ধন প্রচলন হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...