খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:কোচবিহারে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন তৎপর হয়েছে। বাংলাদেশ সীমান্তের সঙ্গে সঙ্গে অসম বাংলা সীমানাতেও নজরদারি চালাবে পুলিশ ও এন ভি আর যাতে বেআইনি উপায়ে জেলা থেকে অন্যত্র আলু পেঁয়াজ না চলে যায়। তাহলে দাম আরো বেড়ে যাবে।বর্তমানে কোচবিহারে জ্যোতি আলু ৪০টাকা ও পেঁয়াজ ৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দাম আরও বাড়তে পারে। সেকারণে খুচরো বাজারের সঙ্গে সঙ্গে পাইকারি বাজার ও হিমঘরেও নজরদারি চালাবে পুলিশ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...