খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কোথাও বড় রাস্তার ওপর দাঁড় করিয়ে বড় বড় লরিতে মাল ওঠা নামা করানোর কাজ চলছে। কোথাও সার বেঁধে দাঁড়িয়ে থাকে টোটো, আবার অনেক জায়গায় অর্ধেক রাস্তা চলে যায় বাইক ও ছোট গাড়ির দখলে। যানজটে কাহিল হলেও কারো কোন নজর নেই। বাজার করতে আসা মানুষের সমস্যা বাড়ছে। সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...