খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারত বর্ষের মত সুবিশাল দেশে বর্তমানে প্রায় অধিকাংশ রাজ্যেই গনেশ চতুর্থী সমারোহের সাথে পালিত হচ্ছে ।গনেশ পূজা ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসবটি প্রধানত মহারাষ্ট্র , মধ্যেপ্রদেশ , গোয়া গুজরাট, কর্ণাটক , তেলেঙ্গানা ,অন্ধ্র প্রদেশ ও তামিল নাড়ু রাজ্যে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালিত হয় । ভারতের বাইরে নেপাল ও শ্রীলঙ্কা তে বিশেষ সমারোহের সাথে এই উৎসব পালিত হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...