কৌশল বদলাতে পারে বাস মালিক রা

হাওড়া থেকে সেক্টর ৫ ১৬ কিমি পথ জুড়ে যেতেই মেট্রোর যাত্রী সংখ্যা লাফিয়ে বাড়লো । উল্টো দিকে হাওড়া ,শিয়ালদাহ ,ধর্মতলার ব্যস্ত এলাকা দিয়ে যাতায়াত করে এমন প্রায় ৭০০ বেসরকারি বাস দৈনিক যাত্রী পরিবহন সংখ্যা তে বড়সর যাত্রী কমার আশঙ্কা করছে ।বাস মালিক রা বলেন আগামী এক হপ্তা যাত্রীদের ব্যবহারের ধরণ দেখে তারা কৌশল বদলে ফেলতে পারেন ।