অন্যান্য জায়গার মত ময়নাগুড়িতেও লক ডাউনে শুনশান বাজার ও রাস্তাঘাট। কিন্তু তবুও দূর দূরান্ত থেকে রিকশা নিয়ে বাজারে এসে অপেক্ষা করেন রিকশা চালকেরা। রোজগার প্রায়দিন ই শূন্য থাকে। ভরসা বলতে সাংবাদিকদের দেওয়া খাবারের প্যাকেট অথবা কোনদিন শুকনো খাবার। এই খাবার বাড়ি নিয়ে পরিবারের সঙ্গে ভাগ করে খাওয়া হয়। কত দিন এই ভাবে চলবে তা কেউ জানে না।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...