পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সকাল ৬ টা থেকে টালা ব্রিজের দুটি ফ্ল্যাঙ্ক দিয়েই বাস চলাচল শুরু করে দেয়পুলিশ কর্তৃপক্ষ ।এতে খুশি হয়েছে বাস মালিক ও যাত্রীরা ।অবশ্য মালবোঝাই গাড়ি উঠতে দেওয়া হয়নি ,তা চালু হতে পারে আগামী ৬ নভেম্বর থেকে । বাস মালিক সংগঠন এই সিধ্যান্ত কে সাধুবাদ জানিয়ে বলেছেন এর ফলে খরচ ও জ্বালানি দুটোই কমবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...