গতকাল কলকাতা শহর দেখলো ট্রামের সার্ধশতবর্ষ উপলক্ষে পুরোনো ট্রামের প্যারেড ।গড়িয়াহাট ডিপো তে ভিড় করে মানুষ প্যারেড অংশগ্রহণ করা ট্রাম গুলি দেখতে থাকে ।১৯১৮ শাল থেকে তৈরি বিভিন্ন ট্রামগুলিকে নিয়ে দিন প্যারেড হয় গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড এবং এস্প্ল্যান্ডেড থেকে শ্যামবাজার থেকে আবারো এসপ্ল্যানেড ।সপ্তাহ ধরে ট্রাম কর্মীরা লাগাতার কাজ করে ট্রাম গুলিকে রাস্তায় নামানোর উপযোগী করে তোলেন ,প্ল্যাকার্ড ফেস্টুনে সুসজ্জ্যিৎ করা হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...