খবর ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইতিহাস বলে ছাত্রপতি শিবাজী মহারাজ মহারাষ্ট্রে গনেশ পুজো প্রথম চালু করেছিলেন। ইটা মারাঠিদের বিশ্বাস যে ভগবান গণপতি পেশোয়া বংশের পূজিত দেবতা ছিলেন । সেই হিসাবে মহারাষ্ট্র বাসীরা সারা ভারতের অন্যান্য প্রদেশের থেকে অনেক আগে থেকেই গনেশ চতুর্থী উৎসব পালন করে আসছে । সেই জন্য দেখা যায় গণপতি উৎসব ১০ দিনের হলেও মহারাষ্ট্রের মুম্বাই ,পুনে সহ বড় বড় শহরে ২-৩ মাস ধরে এর প্রস্তুতি চলে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...