খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গনেশ ঠাকুর গণেশা বা গণপতি নাম পরিচিত। সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ,দোকান,ব্যাঙ্ক এবং গৃহস্থ বাড়িতেও এই দেবতার পূজা করা হয়। গনেশ কথার অর্থ মানুষের দেবতা (গন মানে সাধারণ মানুষ).এই দেবতার মাথাটি হাতির এবং বাহন ইঁদুর। অর্থাৎ ইঁদুর ও হাতির মতো গনেশ ঠাকুর সমস্ত বাধা অতিক্রম করতে পারেন। তিনি যা চাইবেন তাই পাবেন। শেষ গ্রীষ্মে (অগাস্ট – সেপ্টেম্বর ) গনেশ চতুর্থীতে ১০ দিন ব্যাপি তাঁর পূজা অর্চনা হয়ে থাকে। পূজা শেষে পুকুর,নদী কিংবা সাগরে গনেশ ঠাকুর বিসর্জন দেওয়া হয়।