খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শুভ সময়ে গনেশ ঠাকুরের মূর্তি স্থাপন করা প্রয়োজন। ২১ শে অগাস্ট সকাল ১১ টায় চতুর্থী শুরু হবে এবং ২২ শে অগাস্ট সন্ধ্যা ৭-৫৭ পর্য্যন্ত থাকবে। পূজার বিশেষ শুভ সময় ২২ শে অগাস্ট বেলা ১১-৪৫ থেকে ১২-৪৫।পূজার শুভ মুহূর্ত বেলা ১২-৪৫। গনেশের মূর্তি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যেন মূর্তির মুখ পূর্ব দিকে থাকে। পূজার শুরুতে সংকল্প করে গনেশ ঠাকুরকে আহবান জানানো হয়। তারপর গনেশ মন্ত্র উচ্চারণ করে স্থাপনা করতে হয়। গনেশ ঠাকুরকে ফল,ফুল, ধূপ, দীপ, বস্ত্র , মোদক অর্পণ করা হয়। এরপর আরতি করতে হয়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...