আবার হাতির হামলা। রবিবার এক কৃষকের জমির পুরো ফসল খেয়ে শেষ করেছিল। সোমবার রাতে দুটি হাতি মধু চা বাগান ও সংলগ্ন অঞ্চলে আবার হামলা করে।প্রথমে তারা একটি আটা কলে যায়। সেখানে মজুত থাকা আটা ,গম, ভুট্টা সব খেয়ে ফেলে। তারপর মধু চা বাগানে এক শ্রমিকের বাড়ি ভেঙে ফেলে এবং একটি প্রাথমিক স্কুলের সীমানা প্রাচীর ভেঙে দেয় । এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে হাতি দুটি জঙ্গলে ফিরে যায়।
রাজ্য
রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করলো হাওয়া দফতর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে জন্ম নিয়েছে এলটি নিম্নচাপ ।নিম্নচাপ
টি স্থান পরিবর্তন করে উত্তর দিকে সরে গেলে আগামী ৪৮ ঘন্টা তে...