গ্যাস ডেলিভারি বয়েরা করোনা আক্রান্ত হয়ে পড়ছেন বাড়িতে করোনা রুগী থাকার চিহ্ন না মেলায়

রাজ্য জুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণে প্রতিদিন হাজার হাজার লোক করোনা আক্রান্ত হচ্ছেন ।প্রথম দিকে গতবছর যখন কেউ করোনা আক্রান্ত হতো তখন পুরসভা তার বাড়ি বাঁশ দিয়ে ঘিরে দিতো অথবা পোস্টার আটকে দিতো তারথেকে জানা যেত এই বাড়িতে করোনা রোগী আছে ,কিন্ত বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াতে কোনো বাড়ির সামনে পোস্টার অথবাব্যারিয়ার দেওয়া হচ্ছে না ।এর ফলে গ্যাস সরবরাহ কারী ভ্যান চালকেরা পড়েছেন বিপদে ,সেই জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন ।