খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার আয়কর ছাড়ের উর্ধসীমা গ্র্যাচুইটি থেকে প্রাপ্ত টাকার ক্ষেত্রে ছাড় দ্বিগুন করলো ।গতকাল অর্থমন্ত্রী টুইটারে জানিয়েছেন যে যে গ্রাচুইটির উর্ধ সীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে । অর্থমন্ত্রী জানান যে আয়কর আইনের ১০(১০) ধারায় এই ছাড় পাবেন সরকারি এবং বেসরকারি কর্মীরা ,আর সরকারি চাকরি থেকে অবসর নেয়া অথবা চাকরি ছাড়ার পর গ্রাচুইটি বাবদ একটা বড় অংশের টাকা পান কর্মীরা ,তারাও এই সুবিধার আওতায় আসছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...