প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনায় অতিরিক্ত চাল গম এ মাস থেকে বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। এ কারণে রাজ্যের ৬ কোটি মানুষ এ মাসের থেকে কেন্দ্রের দেওয়া ৫ কেজি করে চাল গম পাবেন না। তবে সে পরিমান খাদ্য রাজ্য সরকার দেবে। এ কারণে রাজ্যের মাসে ৬০০ কোটি টাকা খরচ হবে। রাজ্যের খাদ্যমন্ত্রী এ খবর জানিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...