চায়ের বিশেষ নিলাম অনুষ্ঠানে দার্জিলিং এগিয়ে রইল। তবে পাল্লা দিয়ে লড়েছে অসম। ডুয়ার্সও প্রতিযোগিতার মধ্যে রয়েছে। অর্থডক্স ও গ্রীন টির মধ্যে সবচেয়ে দাম উঠেছে বাদামতাম বাগানের চা। প্রতি কেজির দর ২৭৫৬০ টাকা। তৃতীয় স্থানে দাৰ্জিঙের অম্বুটিয়া বাগানের চা .প্রতি কিলো ১৮০৪১ টাকা। সিটিসি এবং হোয়াইট টি তে সেরা তিনের মধ্যে আছে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...