খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিদ্যুৎ প্রদানকারী সংস্থার গুদাম থেকে চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ ।ধৃতের নাম বাবু মাঝি তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফে । শুক্রবার রাতে সেইখান থেকেই তাকে গ্রেপ্তার করে গড়ফা থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে অভিযোগ বুধবার রাতে সে ওই বিদ্যুৎ প্রধানকারী সংস্থার সেলিমপুরের গুদাম থেকে সরঞ্জাম চুরি করে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...