খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কয়েকদিন আগে গোয়ালপোখর থানার সাহাপুরের এক কাপড় ব্যবসায়ীর একটি বাইক চুরি হয়। তিনি থানায় অভিযোগ জানান। পুলিশ তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ও বাইকটি উদ্ধার করে। এর পর জেরা করে ওই ব্যক্তির বাড়ি থেকে চুরি যাওয়া আরো ৮ টি বাইকের সন্ধান পায়। তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...