খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে এই দিনটি সারা বিশ্বে পালিত হয় । এই দিনটিকে বিভিন্ন নামে ডাকা হয় কৃষ্ণ অষ্টমী ,গোকুল অষ্টমী ,অষ্টমী রোহিনী ,শ্রী কৃষ্ণ জয়ন্তী । হিন্দু রাই এই কৃষ্ণজন্মাষ্টমী পালন করে থাকে । এই ধর্মীয় অনুষ্ঠানটি দুই থেকে ৮ দিন অব্দি পালন করা হয় ।