খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :চম্পাসারিতে নতুন করে সরকারি জমি দখলের চেষ্টা বন্ধ করলো পুলিশ। এখানে কিছু লোক বাঁশ কাঠ টিন খুঁটী নিয়ে রবিবার দোকানের জন্য জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। নির্মাণকাজ বন্ধ করে সমস্ত সামগ্রী আটক করে। কেউ গ্রেফতার হয় নি। চম্পাসারিতে জমি মাফিয়াদের দাপট নতুন নয়। নিয়ন্ত্রিত বাজারের পাশে থাকা পূর্ত দপ্তরের জমিও দখল করে মার্কেট করা হয়েছিল। থানায় অভিযোগ জানানো হলে মাফিয়াদের অনেক নেতাকে পুলিশ গ্রেপ্তার করে ও অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেয়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...