খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :জঙ্গলে জিপ সাফারিতে অন লাইন টিকিট বুকিং এবং বয়সের বিধিনিষেধের নিয়মের বিরোধিতা করে আন্দোলন শুরু করেছেন জলদাপাড়া পর্যটন ব্যবসায়ীরা। কারণ এতে পর্যটনের সঙ্গে যুক্ত স্থানীয় লোকেরা অসুবিধায় পড়বেন। অনলাইন বুকিং হলে অনেকেই বাইরে থেকে ঘুরতে আসবেন কিন্তু এখানে কেউ থাকবেন না। এই নিয়মে ১০ বছরের নীচে ও ৬৫ বছরের ওপরে কেউ জঙ্গলে ঢুকতে পারবেন না। বনাধিকারিক জানান এটি সরকারি নির্দেশ এবং প্রথমে অসুবিধা হলেও পরে ঠিক হয়ে যাবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...