উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়িতে সংক্রমণ সবচেয়ে বেশি। অন্যান্য জেলায় সংক্রমণ কমতে থাকলেওবা জালপাইগুঁড়িতে সংক্রমণ রোজ বাড়ছে। স্বাস্থ্য দপ্তর এই নিয়ে খুব চিন্তিত। এই জেলায় রোজ গড়ে ২ হাজার লোকের করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে এখানে বেশি মানুষ সুস্থ ও হয়ে উঠছেন।স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে মানুষ নিজেরাই সংক্রমণ কমিয়ে আনতে পারবে যদি তারা বিধিনিষেধ মেনে সচেতন হন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...