খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে একটি চার কোটি টাকা ব্যয়ে জলপ্রকল্পের কাজ শুরু হয় ৮ বছর আগে। ২০১৫ সালে মুখ্যমন্ত্রী প্রকল্পের উদ্বোধন করেন। . কিন্তু জল সরবরাহ শুরু হয় ২০১৮ সালে। কিন্তু লাইন ফেটে যাওয়ায় অনেক জায়গাতেই জল বন্ধ হয়ে যায়। বর্তমানে ৫ টি ট্যাপ কল ছাড়া আর জল পাওয়া যায় না। অনেক জায়গায় পাইপলাইন থাকলেও ট্যাপ বসানো হয়নি বলে অভিযোগ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...