খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কর্মী না থাকায় সংকটের মুখে আলিপুরদুয়ার ২ ব্লকের টটপাড়া ২ গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র সেচ ব্যবস্থা। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় পাম্প,মাটির নিচের পাইপ সব নষ্ট হয়ে যাচ্ছে। সেচের জল না পেয়ে কৃষি কাজ বন্ধ হতে বসেছে। ১৪ টি স্পাউটের মাধ্যমে ৩০০ একর জমিতে সেচের সুবিধা দেওয়া হত এবং প্রায় ১০০ কৃষক উপকৃত হতেন। সেচের জল না পাওয়ায় আমন বোরো আলু চাষ সম্ভব হচ্ছে না। প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...