খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমারহাট এলাকার লোকেরা বহুদিন ধরে নলবাহিত জলের দাবী জানিয়ে আসছিলেন। এবার এই এলাকায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তর একটি পানীয় জলের জলাধার তৈরী করবেন। একারণে ৬৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার এ কারণে টেন্ডার প্রক্রিয়া ও সমাপ্ত হয়েছে। গ্রাম পঞ্চায়তের উপপ্রধান জানালেন জলের দাবী বাসিন্দাদের অনেক পুরানো এবং এই খবরে সবাই খুশি হয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...