খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কোচবিহার জেলার জামালদহ বাজারে দীর্ঘদিন জঞ্জাল সাফ হয় না।ফলে প্রচুর নোংরা জমেছে। দুর্গন্ধ ও দূষণ বাড়ছে। এলাকায় টেঁকা দায়। মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। বাজারে জল নিকাশির ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতেই নোংরা জল আবর্জনা মিলে নরককুণ্ড তৈরি হয়। এজন্য তাঁরা প্রশাসন ও পঞ্চায়েতকে দায়ী করেছেন। অবস্থার উন্নতি না হলে তারা আন্দোলনে নামবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...