কোচবিহার জেলায় অনেকদিন ধরে ভেজাল তেলের রমরমা ব্যবসা চালু আছে। প্রশাসন সব জেনেও কোন ব্যবস্থা নেয় নি। ফলে এই ব্যবসা বেড়েই চলেছে। কোচবিহার গ্রামীণ এলাকায় পেট্রল পাম্প নেই তাই চড়া দামে কেরোসিন মেশানো ভেজাল পেট্রল,ডিজেল কিনতে লোকে বাধ্য হয়। ভেজাল তেলে গাড়ির যন্ত্রাংশ খারাপ হচ্ছে বলে চালকদের অভিযোগ। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...