শনি ও রবিবার মিলিয়ে কলকাতা পুরসভার ১৫ টি ঘাটে ২৩৮০ টি প্রতিমার বিসর্জন হয়ে গেছে ।প্রতিটি ঘাটেই প্রতিমা নিরঞ্জনের সময় মুখর হয়েছেন বিসর্জন কারীরা ।লেক মার্কেটে একটি পুজো প্রতিমা বিসর্জন দিতে আশা দুই প্রবীনা সদস্যা বলেন ,আরজি করের বিচার চেয়ে আমাদের পুজো এইবার সাদা ছিল ,আমরা প্রার্থনা করছি তিলোত্তমা যেন বিচার পায় ।মা চলে যাওয়ার সময় আমরা চাই “জাস্টিস ফর আর জি কর শ্লোগান “।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...