নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গত কয়েকদিন আগে আসনসোল পুর করপোরেশনে মেয়র জিতেন্দ্র তেওয়ারী তার দপ্তরে এক সভা করে প্রত্যেক তৃণমূল কাউন্সিলরদের নাম ধরে ধরে আগামী লোকসভা ভোটে যে যত বেশী লীড তার ওয়ার্ড দিতে পারবে তাদের ওয়ার্ড তত বেশী টাকার কাজ দেওয়া হবে বলে ঘোষণা করেন। এর পরই রাজ্য বিজেপী নেতৃত্ব রাজ্যের অতিরিক্ত ইলেকশন কমিশনারের কাছে অভিযোগ করেন তার নামে । এর পর ইলেকশন কমিশন তার ভিত্তিতে পুরসভার মেয়রকে শো -কজ করছেন । আদর্শ আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...