খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পঞ্চদশ অর্থ কমিশন থেকে কোচবিহার জেলা পরিষদ ২৫ কোটি টাকা পাবে।এজন্য বুধবার জেলা পরিষদে পরিকল্পনা নেওয়ার জন্য সভা ডাকা হয়। জনস্বাস্থ্য উন্নায়নের জন্য পানীয় জল প্রকল্প ,কঠিন বর্জ্য নিষ্কাশন ,স্যানিটেশন এই সব কাজ হবে। এছাড়া জেলা পরিষদ রাস্তাঘাট ,কালভার্ট , সেতু, হাট বাজার তৈরি ও সংস্কার করতে পারবে। সমস্ত পরিকল্পনা ঠিক করে ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য দপ্তরে পাঠাতে হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...