জোট বার্তা প্রত্যাখ্যান করলো সিপিএম

খবর    ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : এই দিন  বিধানসভায়  বিজেপির  উত্তান  রুখতে কংগ্রেস  ও সিপিএমের সহযোগিতা প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী । তবে  সিপিএম সেই  বার্তায়  সারা দিতে রাজি নয় । সিপিএম  নেতা সুজন চক্রবর্তী  বলেন ”  বিজেপি কে বাড়িয়ে তুলেছে তৃণমূল  ই ,বিজেপির শ্রী বৃদ্ধির নেপথ্যে আছে  তৃণমূল ।তৃণমূল কে দিয়ে  বিজেপি কে ঠেকানো  সম্ভব নয় । মুখ্যমন্ত্রী কে অনুরোধ উনি দিবা স্বপ্ন দেখা ছাড়ুন ,তৃণমূল হলো ডুবন্ত নৌকা “।