অবশেষে বেঙ্গালুরু জিতল। আগের দুটি ম্যাচ তারা ড্র করেছিল। দক্ষিণের আরেক দল চেন্নাইকে তারা ১ গোলে হারাল। খেলার ৫৬ মিনিটে বক্সের মধ্যে ফাউল করলে বেঙ্গালুরু পেনাল্টি পায়। সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করতে কোন ভুল করেননি। ৩ ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে বেঙ্গালুরু টেবিলের চতুর্থ স্থানে আছে আর চেন্নাই ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রইল।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...