খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল কৃষ্ণনগর লোকসভা ভোটের পর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বলেন গত কাল ভোটের পর বিভিন্ন বিধান সভা থেকে যে সব ফোন তিনি পেয়েছে তার পর তার জয় নিয়ে চিন্তার কোন কারন নেই। তিনি আরো বলেন যে জয়ের মার্জিন হাজারে না লাখে থাকবে তা বলা যায় না। তিনি তার বিধান সভা কেন্দ্র গুলির মধ্যে নাকাশিপাড়া আর পটাকাবাড়ির বুথ গুলিতে বেশী জোর দেন। কেননা বিগত পঞ্চায়েত নির্ব্বাচনে ঐ এলাকা গুলিতে বিজেপী তৃণমূল থেকে অনেক বেশী ভোটে এগিয়ে ছিল।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...