ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন খনি লিজ দুর্নীতি মামলায় জড়িত ।তার বিধায়ক পদের ভবিষ্যৎ কি হবে|সেই নিয়ে ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ।এখন অব্দি রাজ্যপাল সেই চিঠি খুলে দেখেনি বলে জানা যাচ্ছে ।সূত্রের খবর দুর্নীতির প্রশ্নে নির্বাচন কমিশন তাকে আগামী ৬ বছর কোনো নির্বাচনে না করার সুপারিশ করতে পারেন । জানা যাচ্ছে তার বিধায়ক পদ খারিজ তার স্ত্রী সেই জায়গা তে লড়তে পারেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...