মাল ব্লকের চাঁপাডাঙ্গা গ্রামে ট্রান্সফরমার বিকল ছিল প্রায় চার মাস ধরে। তাতে জলসেচের তিনটি পাম্প কাজ করছিল না। বর্ষার সময় না লাগলেও শীতে চাষের জন্য জলসেচের প্রয়োজন। কৃষকেরা প্রশাসনের কাছে সমানে নতুন ট্রান্সফর্মারের জন্য দাবি জানাচ্ছিলেন। অবশেষে শুক্রবার নতুন ট্রান্সফরমার বসিয়ে দিল বিদ্যুৎ দপ্তর। পাম্প সেট চলায় জল পেয়ে কৃষকেরা খুশি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...