খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত তিনদিনের তুলনাতে তাপমাত্রা একটু বাড়লো ,গত তিন দিনে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ কলকাতার আসে পাশে সেটা শনিবার বেড়ে দাঁড়ালো ১২.৭। বুধবার পারদের পতন ঘটে আর বৃহস্পতিবার থেকে শুক্রবার টানা চলে তার কাঁপুনি । টানা ঠান্ডার সঙ্গে বাতাস সারা দিনভর একটা ঠান্ডা ঠান্ডা ভাব বোঝায় রেখেছে । তবে আজকে বেলা পর্যন্ত রোদ ভালো ওঠেনি একটা হালকা মেঘের আস্তরণ ছিল শহর ঘিরে । আলিপুর আবহাওয়া দফতর যা বলছে আগামী কাল তাপমাত্রা ১৩ আসে পাশে থাকবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...