খবর ঘন্টায় ঘন্টায়ওয়েবডেস্ক:আগামী মার্চ মাসের মধ্যে ডবল লাইন চালু করতে চায় রেল নিউ জলপাইগুড়ি থেকে নিউবঙ্গাইগাঁওপর্যন্ত এবং ২০২১ সালের জানুয়ারি মাসে তিস্তা নদীর উপর দ্বিতীয় সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে।এখন বেতগারা থেকে গুমানী হাট পর্যন্ত কাজ চলছে। এটা শেষ হলে ডবল লাইনের কাজ সম্পূর্ণ হবে। এই অংশ ছাড়া বাকি অংশে ডবল লাইন আছে ও ট্রেনও চলছে। এই ডবল লাইনের দাবি দীর্ঘদিনের। তাড়াতাড়ি কাজ শেষ করে সেই দাবি পূরণের লক্ষ্য নেওয়া হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...