শিলিগুড়ি পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর পার্কে এখন আবর্জনা ফেলা হয়। পার্কার অনেক জায়গায় আবর্জনার স্তুপহয়ে আছে.নাকে রুমাল দিয়ে পার্কে প্রবেশ করতে হয়। স্থানীয় মানুষেরা আবর্জনা ফেলছেন।দীর্ঘদিন ধরে পুরসভা পার্কে নজর দে না। তাই এই অবস্থা হয়েছে।পার্কের ভেতরে খেলার জিনিস চুরি হচ্ছে।পুরনিগম বলেছে এই পার্কের পরিষ্কারের দিকে নজর দেওয়া হবে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...