চোপড়ার ডোক সেতুর আশেপাশের এলাকা থেকে সমানে বালি তোলা হচ্ছে বিভিন্ন মহলে এ জন্য ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রশাসন নির্বিকার। বালি তোলার জন্য যে কোন সময় বড় ধরণের বিপদ ঘটতে পারে। নদীর মাঝ খান থেকে বালি তুলে ট্রলির মাধ্যমে অন্যত্র পাচার করা হচ্ছে। এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। চোপড়া থানার পুলিশ এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...