আজকে ভোর ৪ টা নাগাদ ২১ নম্বর তপসিয়া রোডে জুতোর কারখানাতে আগুন লাগে ।কিছুক্ষনের মধ্যেই পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায় ,ধোঁয়াতে ঢেকে যায় পুরো এলাকা ।স্থানীয়রা কারখানার ছাদ ভেঙে নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করে তারই মধ্যে ভেঙে পরে কারখানার ভিতরে পাঁচিল ,ঘটনাস্থলেও আগুন নেভাতে আসে দমকলের ১০ টি ইঞ্জিন।অনেক কষ্টে আগুন থামে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...