২৫ সে এপ্রিল ভোর ৬ টা অব্দি বন্ধ থাকবে তারাতলা উড়াল পুল ।গতকাল বেলা ১২ টা থেকেই এই উড়াল পুলের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ।উড়ালপুল বন্ধ থাকার কারণে উত্তর ও দক্ষিণ মুখী গাড়ি গুলি চলে ডায়মন্ড হারবার রোড ধরে,তারজন্য যানজট দেখা যায় মাঝেরহাট সেতুতে ।জানা যাচ্ছে উড়ালপুলের দুটি গার্ডারের মাঝে এক্সপানশন জয়েন্ট মেরামত করা হবে ।
রাজ্য
রাজ্য সরকার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলো
ভারতীয় ন্যায় সংহিতার ধারা তে সরকারি কাজে বাঁধা সম্পত্তি ভাঙ্গচুর ,সরকারি কর্মীদের আটকে রাখা।অনাধিকার প্রবেশ সহ বিভিন্ন ধারা তে ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর...