রাজ্য পরিবহন দফতর সূত্রের খবর আপাতত রাত ১২ টা তে নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর থেকে অন্তিম বাস ছাড়বে হাওড়ার অভিমুখে । যাত্রী চাহিদা দেখে ভবিষ্যতে বাড়ানো হতে পারে এই পরিষেবা । রাতের উড়ানে কলকাতা বিমানবন্দরে নেমে এই ব্যবস্থার কথা কড়া হয়েছে । পাশাপাশি ভি ১ রুটে রাত ১০ টা নাগাদ একটি বিমানবন্দর থেকে টলিগঞ্জ যাবে লেকটাউন ইএম বাইপাস ও রাশবিহারী হয়ে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...