নির্বাচন কমিশনের নির্দেশ মত শীতলকুচিতে কোনো রাজনৈতিক দলের ৭২ ঘন্টা ঢোকা নিষেধ ।১৩ এপ্রিল শেষ হচ্ছে ওই সময় সীমা ।গতকাল উত্তরবঙ্গের একটি হোটেল থেকে ভিডিও কল করে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন শীতলকুঁচিতে নিহত দের আত্মীয় পরিজনদের সাথে ।ভিডিও কলটি তিনি করেন কোচ বিহারের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের ফোনে তার ফোন আশা মাত্রই কান্না তে ভেঙে পড়েন মৃদের আত্মীয়রা ,মুখ্যমন্ত্রী বলেন আমি ১৪ এপ্রিল শীতলকুঁচি যাবো ।
রাজ্য
রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করলো হাওয়া দফতর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে জন্ম নিয়েছে এলটি নিম্নচাপ ।নিম্নচাপ
টি স্থান পরিবর্তন করে উত্তর দিকে সরে গেলে আগামী ৪৮ ঘন্টা তে...