কিছু মানুষ তেল প্রকল্পের জন্য ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা ও প্রাক্তন পুরপ্রধান। এবার সি পি এম ও পাল্টা বোঝানোর জন্য নেমেছে। ও এন জি সি অশোকনগরে তেল ও গ্যাসের খোঁজ পেয়েছে এবং উত্তোলনের তোড়জোড় চলছে। আগে ৪ একর জমিতে কাজ চলছিল এখন আরো ১২ একর জমির প্রয়োজন।সরকারি খাস জমি হলেও কিছু চাষ আবাদ হয়। তবে সি পি এম বোঝানোর পর লোকেরা আন্দোলন থেকে সরে আসবেন বলে জানিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...