রবিবার চেন্নাই জিততে পারলে ৬ পয়েন্ট নিয়ে মোহনবাগান ও নর্থ ইস্টের সঙ্গে লীগ টেবিলের শীর্ষে থাকতে পারত কিন্তু সিলভেস্টার পেনাল্টি নষ্ট করে সে আশায় জল ঢেলে দেয়।কেরালার বিরুদ্ধে চেন্নাই ৭৪ মিনিটে পেনাল্টি পেলেও কেরালার গোলরক্ষক গোমস শট বাঁচিয়ে দেন।দু দল ০-০ ড্র করে পয়েন্ট ভাগ করে নেয়| চেন্নাই ২ ম্যাচে ৪ পয়েন্ট এবং কেরালা ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও সাত নম্বরে আছে।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...