হাই কোর্টের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ১৫০৬ জনের প্যানেল প্রকাশ করেছে । সেই প্যানেল ভুক্ত ১৫০৬ জনের মধ্যে ৪২৮ জন চাকরি প্রার্থীর নথি ঠিক না থাকায় তাদের নথি চেয়ে পাঠানো হলো । সংসদে সভাপতি অজিত কুমার নায়েক বলেন ৪২৮ জন প্রার্থীকে সংসদ অফিসে নথি জমা দিতে বলা হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...