খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ভোপালে হোলি মিলন উৎসবের আয়োজন করেছিল মধ্য প্রদেশ কংগ্রেস দল । সেই অনুষ্ঠান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথ প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহের নাম আসন্ন লোকসভা ভোটে ভোপাল কেন্দ্র থেকে লড়ার জন্য ঘোষণা করে । সূত্রের খবর দিগ্বিজয় সিংহ নিজের খাস তালুক রাজগড় লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চেয়েছিলেন । কিন্তু এখন তিনি কংগ্রেসের জন্য কঠিন তম আসন ভোপাল থেকে লড়ার চ্যালেঞ্জ গ্রহণ করলে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...