করোনা কমতে শুরু করেচছে এবং বাস চালু হওয়ায় গত শনি ও রবিবার কয়েক লক্ষ মানুষ দিঘা ,শঙ্করপুর এবং তাজপুরে ভিড় করেন। এতে হোটেল মালিকদের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু প্রশাসনের টনক নড়ে এবং নিষেধাজ্ঞা জারি করা হয়। করোনা প্রতিষেধকের দুটি ডোজ নেওয়ার ভ্যাকসিন সার্টিফিকেট অথবা করোনা নেগেটিভ রিপোর্ট না থাকলে এই সব জায়গায় থাকা যাবে না। এর মধ্যে বহু পর্যটক এই সব জায়গায় পৌঁছে গিয়ে প্রয়োজনীয় নথি দেখতে না পেরে সমস্যার মুখে পড়েন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...