প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সিকে এ আইসিসি তাদের নতুন সাধারণ সম্পাদক হিসাবে নিয়োজিত করেছেন । তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হিমাচল ও তেলেঙ্গানা বিধানসভা ভোটে ।তিনি দায়িত্ব পাওয়ার পরে ওই দুই রাজ্যেই কংগ্রেস বিধানসভা নির্বাচনে জয়ী হন । লোকসভা নির্বাচনের আগে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে কেরল ও লাক্ষ্যাদ্বীপের ।উনার মতামত গুরত্ব পাচ্ছে কংগ্রেসে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...