খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গোয়ার মাঠে কেরল ব্লাস্টার্স এবং নর্থ ইস্ট উনিটেদের মধ্যে খেলা ২-২ ফলাফলে শেষ হলো । কেরল ব্লাস্টার্স কে প্রথম অর্ধে এগিয়ে দেন তাদের স্ট্রাইকার সিডো । ৪৫ মিনিটে ব্যবধান বাড়ান হুপার খেলার ৫১ এবং ৮৯ মিনিটে দুটি গোল করে নর্থ ইস্ট কে হারের হাত থেকে বাঁচান অপিয়া এবং সিল্লা ।উল্লেখ্য এপিয়া দ্বিতীয় অর্ধে নর্থইস্ট হয়ে একটি পেনাল্টি মিস করে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...